সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ আদালত পরিচালনা করেন তিনি।
দণ্ডিতরা হলেন-মুন্দা গ্রামের সিতাব আলীর ছেলে ইটভাটা মালিক আশরাফুল ইসলাম ও গাংনীর ফাইভ এসবি ভাটার মালিক বানারুল ইসলাম।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর থেকে বামন্দী রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে মুন্দা গ্রামের ইটভাটা মালিক আশরাফুল ইসলামকে ৫০ হাজার টাকা ও গাংনীর ফাইভ এসবি ভাটার মালিক বানারুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইটভাটার মাটি বহনের ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর থেকে বামন্দী পর্যন্ত রাস্তাটি এবং গাংনীর ইদগাহ থেকে মালশাদহ পর্যন্ত রাস্তাটি কর্দমাক্ত হওয়ায় জনগণ চরম দুর্ভোগের মধ্যে পড়ে। পরে ভাটা দুটির ম্যানেজারকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। এছাড়া রাস্তা পরিষ্কার করে জনদুর্ভোগ নিরসনের ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া গাংনীর অনিক ট্রেডার্সের সামনের কালভার্টের মুখে মাটি ভরাট করার জন্য আমিরুল ইসলাম নামের আরও এক জনকে আজকের মধ্যেই মাটি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএ