ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
পাটগ্রামে ফেনসিডিলসহ আটক ২

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক ও তার এক সহযোগিকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জোংরা ইউনিয়নের পশ্চিম পানিয়াটারি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জোংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে ও জোংরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক খালেদ মোর্শেদ টিটু (২৯) ও তার সহযোগী একই এলাকার যৌগিক চন্দ্র শিশিরের ছেলে যুগল কুমার (৩৫)।

 

বিজিবি ৬১ ব্যাটালিয়নের খারিজা জোংরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিটু ও কুমারকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাটগ্রাম থানায় তাদের সোপর্দ করা হয়েছে।  

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।