সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের পানাকুড়ি মেম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাকিব উপজেলার নেওয়াশী ইউনিয়নের পানাকুড়ি মেম্বারপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পানাকুড়ি মেম্বারপাড়া এলাকায় সড়ক পার হচ্ছিল রাকিব। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এফইএস/আরবি