বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মাজেদ (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ মার্চ) বিকেলে র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভিকটিম উপজেলার ছয়গ্রাম বাজারে কসমেটিকস কিনতে যায়।
সেখান থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী মো. মাজেদ ভিকটিমের মুখ চেপে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এরপর ভিকটিম বাড়ি গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। যার পরিপ্রেক্ষিতে স্কুল ছাত্রীর নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশালের একটি আভিযানিক দল সোমবার দুপুরে ফরিদপুর জেলার সদরে অভিযান চালিয়ে মাজেদকে আটক করে। প্রাথমিকভাবে মাজেদ র্যাবের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।