সোমবার (২ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহিদুল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের মাহেদ আলীর ছেলে।
নিহত শহিদুলের ভাগিনা রুবেল হোসেন জানান, শহিদুল খিলক্ষেত এলাকায় একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। থাকতেন ওই বাসাতেই।
পথচারী সাইফুল ইসলাম বলেন, বিকেলে খিলক্ষেত এলাকায় রেললাইনে আহত অবস্থায় পড়েছিলেন শহিদুল। ট্রেনের ধাক্কায় তিনি আহত হয়েছেন বলে শুনতে পাই। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এজেডএস/আরবি/