তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
সোমবার (০২ মার্চ) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাকিল আহমেদ সখীপুর উপজেলার বহুরিয়া গ্রামের আজগর আলীর ছেলে এবং টাঙ্গাইল হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র।
শাকিলের বড় ভাই জাহিম মিয়া জানান, সোমবার দুপুরে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয় শাকিল। টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুই জনে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ