সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চৌডলা- কানসাট সড়কের মাদ্রাসামোড়ে এ দুর্ঘটনা ঘটে। শিশু রিপা চৌডলা ইউনিয়নের মাদ্রাসা মোড় এলাকার রাশিদুল ইসলামের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শিশু রিপার খালা শুকতারা তাকে কোলে করে সন্ধ্যায় উপজেলা চৌডলা ইউনিয়নের মাদ্রাসা মোড়ে হেঁটে যাচ্ছিল। এসময় কানসাট থেকে রহনপুরগামী একটি মাইক্রোবাস ওই এলাকা অতিক্রম করার সময় শুকতারাকে ধাক্কা দিলে তার কোলে থাকা রিপা ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় শুকতারাও গুরুতর আহত হয়। তাকে রহনপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ