সোমবার (২ মার্চ) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে, চাষাঢ়া খাজা সুপার মার্কেটের নিচে ও বেইলি টাওয়ারের সামনে থেকে ১৭টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সোহরাব বাংলানিউজকে জানান, প্রতিদিনই আমরা অভিযান পরিচালনা করি, কিন্তু এদের থামানো যাচ্ছে না। এদের কারণে প্রতিদিন সড়কে দুর্ঘটনা ঘটে ও যানজটের সৃষ্টি হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ওএইচ/