ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
না’গঞ্জে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বন্ধে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে, চাষাঢ়া খাজা সুপার মার্কেটের নিচে ও বেইলি টাওয়ারের সামনে থেকে ১৭টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সোহরাব বাংলানিউজকে জানান, প্রতিদিনই আমরা অভিযান পরিচালনা করি, কিন্তু এদের থামানো যাচ্ছে না। এদের কারণে প্রতিদিন সড়কে দুর্ঘটনা ঘটে ও যানজটের সৃষ্টি হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ওএইচ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।