ঢাকা: জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ আল হোসাইনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।
রোববার (১ মার্চ) বাদশার দফতরে তিনি পরিচয়পত্র পেশ করেন।
এক সপ্তাহ আগে নাহিদা সোবহান জর্ডানের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।
এর আগে গত বছর ৩১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে নাহিদাই প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।
নাহিদা সোবহান বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার। তিনি রোম, জেনেভা ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
টিআর/এমআরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।