ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ৩ লাখ ৬০ হাজার টাকার বালু জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
ঈশ্বরদীতে ৩ লাখ ৬০ হাজার টাকার বালু জব্দ

পাবনা: ঈশ্বরদীতে তিনটি বালু মহাল ও অবৈধ পুকুর খনন কাজে অভিযান চালিয়ে তিন লাখ ৬০ হাজার টাকার বালু জব্দ ও এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন।

সোমবার (২ মার্চ)  সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্টেট মমতাজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদীর তিনটি বালুমহাল ও বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কেটে  অবৈধভাবে পুকুর খননের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

মমতাজ বাংলানিউজকে জানান, জব্দ করা বালু নিলামে ভ্যাটসহ ৩ লাখ  ৬০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এদিকে, দাশুড়িয়া   ইউনিয়নের   খয়েরবাড়িয়া গ্রামে  বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে  পুকুর  খননের ঘটনায় ছাইদার বিশ্বাসের ছেলে শহীদুল্লাহকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’২০১০ এর ৪ (খ) ধারা অমান্য করায় ১৫ এর (১) ধারায় এই দণ্ড দেওয়া হয়।  

বালু  মহালসহ অন্যান্য  ক্ষেত্রে  অভিযান  অব্যাহত থাকবে  বলে জানিয়েছেন নির্বাহী ম্যজিস্ট্রেট মমতাজ মহল ।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।