র্যালিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। ছবি: বাংলানিউজ
ঢাকা: ‘জীবন শ্রবণের তরে, বধিরতা যেন তোমায় সীমিত না করে’ স্লোগানে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে র্যালি করেছে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে গরিব বধির রোগীদের মধ্যে বিনামূল্যে শ্রবণ সাহায্য সামগ্রী বিতরণ করা হয়।
র্যালিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান ও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবু হানিফ ও শ্রবণ প্রতিবন্ধীসহ ইনস্টিটিউটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
টিএম/আরআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।