ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুম থেকে রিসিতা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে  সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল হলিডে ইনের ‍রুম থেকে ওই মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

তবে, হোটেল এট্রি বুক থেকে রিসিতার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত)  মাহবুবুর রহমান জানান,  ভোরে হোটেল হলিডে ইনের ‍রুম থেকে রিসিতা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।