ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
ভেড়ামারায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি মোহন আলী (৩৫) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দিনগত রাতে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মোহন আলী পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বাংলানিউজকে জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে  অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়ে এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে পুলিশ মোহন আলীর মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন ১৪টি মামলা রয়েছে।  

ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শাহজালাল।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।