মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নালুয়া চা বাগান এলাকার একটি জলাশয়ের কাছ থেকে মরদহটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। নিহত বিষু মুন্ডা ওই বাগানেরই বাসিন্দা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাজমুল হক বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তার গলায় মাফলার পেছানো ছিল। ধারণা করা হচ্ছে, লোকটিকে হত্যার পর মরদেহ ফেলে রেখেছে দুর্বৃত্তরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসএইচ