ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
বগুড়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক বগুড়ায় র‌্যাবের সঙ্গে আটক নারী মাদক কারবারি। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১২টায় র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মাদক কারবারি সদর ইপজেলার মালগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা জীবননেছা (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোট ৯০ পিস ইয়াবা, একটি মোবাইল, দু’টি সিমসহ জীবননেছাকে আটক করা হয়।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে বলেন, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।