নওগাঁ: নওগাঁ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া সিঙ্গাপুর ফেরত যুবককে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এরই মধ্যে করোনায় আক্রান্ত কিনা সেটি নিশ্চিত হতে ওই যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নমুনাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোমিনুল হক জানান, সন্ধ্যার আগেই জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার ফলাফল।
তবে ভর্তি যুবকের জ্বর-সর্দি কাশি ছাড়া করোনা আক্রান্তের আর কোনো লক্ষণ পাওয়া যায়নি।
২৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে আসার পর জ্বরে আক্রান্ত হন ওই যুবক। গতকাল সোমবার (২ মার্চ) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।