মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে র্যাব-৪’র (সিপিসি-২) মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ মার্চ) রাতে র্যাব-৪’র একটি দল সাভার থানার ওয়াপদা রোডে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাফেজকে আটক করে।
মেজর শিবলী মোস্তফা জানান, আসামি হাফিজুর রহমান ওরফে হাফেজ (৩৫) ২০০৬ সালে মামলার বাদী মো. আবদুল্লাহর মেয়ে রিভা আক্তারকে বিয়ে করেন। হাফেজ তার শ্বশুর মো. আবদুল্লাহর কাছে ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা চেয়ে না পাওয়ায় ২০১১ সালের ২৮ এপ্রিল বাদীর একমাত্র ছেলে মাহফুজুর রহমান ওরফে রিফাতকে নিজের বাসায় ডেকে নিয়ে হত্যা করেন।
এ ঘটনায় মো. আবদুল্লাহ সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার ঘটনায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করে ঢাকার আশেপাশে বিভিন্ন ঠিকানায় তিনি নিজেকে গোপন রাখেন।
আটক আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমএমআই/এবি