ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের হাজিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের হাজিরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র মামলায় আদালতে হাজির করা হয়েছিল। মঙ্গলবার (৩ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে এই হাজিরা দেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র মামলায় হাজিরার জন্য নূর হোসেনকে আদালতে আনা হয়েছিল। এই মামলায় আসামি রয়েছেন ১০ জন।

এর মধ্যে তিনজন সাত খুন মামলার আসামি। তারা হলেন- নুর হোসেন, জামাল উদ্দিন ও আলী মোহাম্মদ। এরা জেল হাজতে রয়েছেন।

এ মামলায় মাসুদ, নুরুদ্দিন, জাহাঙ্গীর, শাহ জালাল ও শাহ জামান জামিনে রয়েছে। এছাড়া বাকি দু’জন পলাতক। তারা হলেন- শাহজাহান ও সালাউদ্দিন। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।