মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে জকির ডাকাতের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এসে ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। এসময় ক্যাম্পের সাধারণ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে গুলি বর্ষণের পর পরই জকির ও তার সহযোগীরা গহীন পাহাড়ের দিকে চলে যায় বলে জানান স্থানীয়রা।
তারা আরও জানান, ঘটনার পর পর আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল সদস্য ক্যাম্প এলাকায় এসে অবস্থান নেন।
এদিকে টেকনাফের র্যাব-১৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, রোববার (২ মার্চ) ভোরে একইস্থানে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জকির বাহিনীর সাত সদস্য নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি বিদেশী পিস্তল ও বেশকিছু কার্তুজ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসবি/এবি