ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ফের জকির বাহিনীর গুলিবর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
রোহিঙ্গা ক্যাম্পে ফের জকির বাহিনীর গুলিবর্ষণ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার মাত্র ১২ ঘন্টার পর ফের ত্রাস সৃষ্টির চেষ্টা করেছে রোহিঙ্গা ডাকাতদল জকির বাহিনী। 

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে জকির ডাকাতের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এসে ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। এসময় ক্যাম্পের সাধারণ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

তবে গুলি বর্ষণের পর পরই জকির ও তার সহযোগীরা গহীন পাহাড়ের দিকে চলে যায় বলে জানান স্থানীয়রা।

তারা আরও জানান, ঘটনার পর পর আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল সদস্য ক্যাম্প এলাকায় এসে অবস্থান নেন।

এদিকে টেকনাফের র‌্যাব-১৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, রোববার (২ মার্চ) ভোরে একইস্থানে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জকির বাহিনীর সাত সদস্য নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি বিদেশী পিস্তল ও বেশকিছু কার্তুজ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।