ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
জীবননগরে গাঁজাসহ আটক ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে পাঁচ কেজি গাঁজাসহ জামিনুর রহমান (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

জামিনুর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কাস্টসিংহ গ্রামের আবুল কালামের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে পাচারের সময় ওই এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।