ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষের অনুষ্ঠান: বিদেশিরা ‘সেইফ’ থাকবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
মুজিববর্ষের অনুষ্ঠান: বিদেশিরা ‘সেইফ’ থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অন্যরা।

ঢাকা: করোনা ভাইরাস বাংলাদেশে না ছড়ানো এবং বিশেষ প্রস্তুতি রাখায় আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) মুজিববর্ষের অনুষ্ঠানে আগত বিদেশিরা নিরাপদে থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে ‘করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যখাতের উদ্যোগ এবং ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

১৭ মার্চ নিয়ে কোনো প্রস্তুতি আছে কিনা- প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা বিদেশ থেকে আসবেন তাদের আমরা বিশেষ ব্যবস্থায় রাখব, তারা তো অল্প সময় থাকবেন।

আশা করি তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেইফ থাকবেন। তাদের যদি কোনো ধরনের চিকিৎসার দরকার হয়, ব্যবস্থা তো আছে। ১৬ কোটি লোকের জন্য ব্যবস্থা আছে, তাদের জন্যও আমরা ব্যবস্থা নেবো।  
মুজিববর্ষের অনুষ্ঠান বাতিল করা হবে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, এই অনুষ্ঠান বাতিল করার এখতিয়ার আমাদের হাতে না। আমরা বাতিল করার বিষয়ে নিশ্চিত বলতে পারব না। আমাদের দেশে তো সেই ধরনের অবস্থা নেই যে অনুষ্ঠান বাতিল করতে হবে। যারা সিদ্ধান্ত দিতে পারবে তারা পরিস্থিতি বুঝে পরে পদক্ষেপ নেবেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম বলেন, অনুষ্ঠানে খুবই সিলেকটিভ, হাইপ্রোফাইল গেস্ট আসবেন। তারা নিশ্চয়ই সচেতন। ভিআইপি প্যাসেঞ্জার সবাই বিমানবন্দরের স্ক্রিনিং হয়ে আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ভারতে করোনা ভাইরাস ধরা পড়েছে, এই পরিস্থিতিতেও আমেরিকান প্রেসিডেন্ট এসেছে। জাতীয় পর্যায়ের প্রস্তুতি আছে, এটার জন্য অবশ্যই উদযাপন করা উচিত। তবে যারা আয়োজনে আছেন তারা অবশ্যই সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে সব কিছু করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।