ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির শপথ গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির শপথ গ্রহণ সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির শপথ গ্রহণ।

ঢাকা: সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির অভিষেক অনুষ্ঠানে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির শপথ বাক্য পাঠ করেন মুক্তিযুদ্ধে এস ফোর্সেস বিগ্রেড অধিনায়ক ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) বীর উত্তম কে এম সফিউল্ল্যাহ।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর উত্তম কে এম সফিউল্ল্যাহ বলেন, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ।

বাঙালি জাতি সাহসী ও বীরের জাতি। বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। আমরা যুদ্ধ করেছি, স্বাধীনতাও পেয়েছি।

এ সময় তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরের ইতিহাস নেতাকর্মীদের কাছে বর্ণনা করেন।

ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটি অভিষেক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ আসালত। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বির মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান তারা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
পিএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।