মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর উত্তম কে এম সফিউল্ল্যাহ বলেন, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ।
এ সময় তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরের ইতিহাস নেতাকর্মীদের কাছে বর্ণনা করেন।
ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটি অভিষেক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ আসালত। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বির মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান তারা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
পিএস/এফএম