মঙ্গলবার (৩ মার্চ) উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) জুলকার নায়ন।
এ সময় ১০ নম্বর সেক্টরের একটি ভবনে একই মালিকানায় দুইটি কেমিক্যাল গোডাউনের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল ও বায়ু দূষণের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করে জুলকার নায়নের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও বায়ুদূষণ করার অপরাধে উত্তরার ৪, ৬ ও ১০ নম্বর সেক্টরে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী তিনটি হোল্ডিংকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে রাজধানীতে অবৈধভাবে ফুটপাত ও রাস্তার উপর বালু, ইট, পাথর ইত্যাদি নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণের অপরাধে একটি ডেভলপার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাতের দখল করে কুকুর/বিড়ালের আবাসস্থল নির্মাণ, নোংরা, দুর্গন্ধময় করার অপরাধে বাড়ির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য মুচলেকা নেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএনসিসি।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসএইচএস/এএটি