আবদুল মজিদ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার দেলোয়ার হোসেন মন্ডলের ছেলে। তিনি সাভার রাজফুলবাড়িয়া এলাকায় থাকতেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব হোসেন রাজু বাংলানিউজকে জানান, পাঠাও চালক মজিদ যাত্রী নিয়ে বিমানবন্দর দিকে যাচ্ছিলেন। পথে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে গাজীপুর পরিবহনের একটি বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন। আর সুমিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সুমি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান এসআই সজিব।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এজেডএস/ওএইচ/