ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো নারীর

রাজশাহী: রাজশাহী মহানগরীর বিলসিমলা বন্ধগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বাংলানিউজকে বলেন, বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে একটি শার্টল ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি মহানগরীর বিলসিমলা বন্ধগেইট রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার পরনে নীল সুয়েটার ও খয়েরি রংয়ের শাড়ি ছিল। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।