মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার বারোবাজার ইউনিয়নের সোনালীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় উপজেলার সোনালীডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে ও আব্দুল জব্বার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওই বিদ্যালয়ের শিক্ষক রমেশ কুমার বাংলানিউজকে জানান, সকালে গ্রামের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিড়ে নিচে পড়ে। এরপর সকাল থেকে গ্রামের একাধিক মানুষ স্থানীয় বিদ্যুৎ অফিসে ফোন দিলেও কেউ রিসিভ করেনি এবং ব্যবস্থাও নেয়নি। বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থী গরু নিয়ে বাড়ি ফেরার সময় ছিড়ে পড়া বৈদ্যুতিক সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর হৃদয়ের মৃত্যুর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসআরএস