ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে ভর্তি যুবকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
হাসপাতালে ভর্তি যুবকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি

নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

মঙ্গলবার ( ৩ মার্চ ) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুল হক।  

এর আগে মঙ্গলবার দুপুরে ওই যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল।

সেখানে পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোমিনুল হক জানান, সন্ধ্যার পর পরীক্ষার প্রতিবেদন আমরা হাতে পাই। তাতে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এটা সাধারণ জ্বর।

গেল ২৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে আসার পর জ্বরে আক্রান্ত হন ওই যুবক। গতকাল সোমবার (২ মার্চ) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।