ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নসিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
কুষ্টিয়ায় নসিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে খাদে পড়ে নজরুল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে দরবেশপুর এলাকার সুবোধ মাস্টারের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি নসিমন উল্টে খাদে পড়ে যায়।

এসময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।