ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাপিয়ার বিষয়ে ডিএমপির বক্তব্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
পাপিয়ার বিষয়ে ডিএমপির বক্তব্য

ঢাকা: সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগের আলোচিত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির বক্তব্য অনুযায়ী, পাপিয়ার মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকায় গণমাধ্যমকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন তথ্য প্রচার ও প্রকাশ করায় উদ্বেগের কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিমানবন্দর এবং শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে দায়েরকৃত তিনটি মামলা ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। এসব মামলায় শামীমা নূর পাপিয়া, তার স্বামী সুমন, সহযোগী সাব্বির ও তাইবা নূরকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিচার্য বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে ডিবির পক্ষ থেকে গণমাধ্যমকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

উদ্বেগের কথা জানিয়ে ডিএমপি জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি কিছু কিছু গণমাধ্যমে সংশ্লিষ্টদের সঙ্গে কোনো রকম আলাপ-আলোচনা না করে তদন্ত সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার ও প্রকাশ করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত কথিত তথ্য হিসেবে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম-পরিচয় প্রকাশ ও প্রচার করছে। যার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা ও তদন্ত সংশ্লিষ্টদের সম্পৃক্ততা নেই কিংবা তদন্তে প্রাপ্ত তথ্যের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই।

তদন্তাধীন মামলার বিষয়ে রিমান্ডে থাকা অভিযুক্তদের সম্পর্কে মনগড়া তথ্য প্রচারের ফলে তদন্তকারী কর্মকর্তার ওপর মনস্তাত্বিক ও সামাজিক চাপ তৈরি হয়। যার ফলে বস্তুনিষ্ঠ তদন্ত ব্যাহত ও বাধাগ্রস্ত হতে পারে। এ অবস্থার প্রেক্ষাপটে ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে পেশাদারি ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।