ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অরবিন্দু ওঝা (৪৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) দিনগত রাতে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বড় মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অরবিন্দু পয়সারহার গ্রামের নিরমলান্দু ওঝার ছেলে।

জানা গেছে, রাতে অরবিন্দু ইজিবাইক নিয়ে পয়সারহাটের উদ্দেশে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   
    
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।