ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভুয়া চার কাস্টমস কর্মকর্তা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
বেনাপোলে ভুয়া চার কাস্টমস কর্মকর্তা আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চার কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ মার্চ) দিনগত রাত ১০টার দিকে বেনাপোল রজনীগন্ধা হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁদপুরের হোসেনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকতার ফারুক (৪২), একই জেলার নয়াকান্দী গ্রামের মোহাম্মদ আলী ওরফে শহর আলীর ছেলে শফিকুর রহমান (৪২), নরসিংদীর চাঁনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিনার হোসেন (৪৩) ও শরিয়তপুরের মাছুয়াখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে নুরুজ্জামান অরফে নজরুল (৩৭)।

পুলিশ জানায়, চার প্রতারক বেনাপোল কাস্টমসের অকশানের টায়ার বিক্রির কথা বলে দুই ব্যবসায়ীকে বেনাপোলে ডেকে আনেন।

পরে টায়ার না দেখিয়ে ৪০ লাখ টাকা দিতে বলেন। এতে সন্দেহ হলে ওই দুই ব্যবসায়ী কৌশলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।