ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নিজেকে রক্ষা করতে ধর্ষকের জিব কামড়ে ছিঁড়ে ফেলেন গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
নিজেকে রক্ষা করতে ধর্ষকের জিব কামড়ে ছিঁড়ে ফেলেন গৃহবধূ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন সাগর মণ্ডল নামে এক ব্যক্তি। এ সময় নিজেকে রক্ষা করতে তিনি ধর্ষকের জিব কামড়ে ছিঁড়ে ফেলেন।

মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যায় সিরাজদিখান থানায় বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধূ। তার স্বামী বিদেশে থাকেন।

এর আগে সোমবার (০২ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, নিজেকে রক্ষা করতে গৃহবধূ কামড় দিয়ে ধর্ষকের জিব ছিঁড়ে ফেলেন। অভিযুক্ত সাগর পলাতক।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখানে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সাউন্ড বক্সে গান বাজছিল গভীর রাত পর্যন্ত। রাত ১টার দিকে ওই গৃহবধূ নিজের ঘরে যাচ্ছিলেন। এ সময় সাগরও তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। উচ্চ শুব্দে গান বাজার কারণে গৃহবধূর চিৎকার কেউ শুনতে পারেনি। নিজেকে রক্ষা করতে এক পর্যায়ে তিনি সাগরের জিব কামড় দিয়ে এক ইঞ্চি কেটে বিচ্ছিন্ন করে দেন।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।