ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে ট্রাকচাপায় কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
আশুগঞ্জে ট্রাকচাপায় কনস্টেবল নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, রাতে উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও চালক আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রনপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা থেকে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। প্রকৃতির ডাকে সাড়া দিতে ভোরে তিনি ওই মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশের একটি মসজিদে যাচ্ছিলেন। পথে মহাসড়ক পার হওয়ার সময় পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মার্চ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।