ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে গরু চোরের ছুরিকাঘাতে কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
জামালপুরে গরু চোরের ছুরিকাঘাতে কৃষক খুন

জামালপুর: জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের পিয়ারপুর রুহিলী গ্রামে গরু চোরের ছুরিকাঘাতে শরাফত আলী (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন। 

বুধবার (৪ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, রাতে একদল চোর কৃষক শরাফত আলীর গোয়ালঘর থেকে গরু চুরি করছিল।

এসময় শব্দ পেয়ে শরাফত আলীর ঘুম ভেঙে যায় এবং তিনি ঘর থেকে বেরিয়ে চোরকে ধরার চেষ্টা করেন। এক চোরের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে চোর তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শরাফত আলী।

এদিকে টের পেয়ে স্থানীয় জনতা এগিয়ে এসে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।