ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা: খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রর যাত্রী মোসলেম (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৪ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়ার গুটুদিয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ বাংলানিউজকে বলেন, ডুমুরিয়ার গুটুদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেসার্স এ লতিফ ফিলিং স্টেশনে থাকা মাহেন্দ্রকে ধাক্কা দেয়।

এতে মাহেন্দ্রর যাত্রী মোসলেমের মৃত্যু হয়। তিনি সাহস জয়খালীর ইসলামের ছেলে। এ সময় আহত ৫ যাত্রীকে চিকিৎসার জন্য ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মাহেন্দ্রটি তেল নিচ্ছিল। বাসটি জিয়েলতলার একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান থেকে খুলনায় দিকে আসছিলো। বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।