হামিম ভূঁইয়া ডেমরা নতুনপাড়া এলাকার ২৮৩ নম্বর বাসায় থেকে উত্তরায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
বুধবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ফুফাতো ভাই সানি জানান, সকালে হামিম বাসা থেকে মোটরসাইকেল নিয়ে উত্তরায় কর্মস্থলে যাচ্ছিলেন। তখন যাত্রাবাড়ী মৃধাবাড়ি রাজমহল হোটেলের সামনে পৌঁছালে একটি ডাম্পার (মাটি টানার জন্য ছোট ট্রাক) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এজেডএস/ওএইচ/