ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় রত্না আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে রবিন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ ভৈরব উপজেলার বাজিতপুর গ্রাম।

তারা দুইভাই। বাবার নাম লিটন মিয়া, তিনি বেঁচে নেই। তারা কারওয়ানবাজার মাছের আড়তের সামনে থাকেন। তার মাথায় একটু সমস্যা ছিলো। তিনি মাছের আড়তেই কাজ করতেন।

পথচারী রনি জানান, সকাল ৮টার দিকে মাছের আড়তের সামনের সিগন্যালের পাশে আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এসময় টঙ্গীগামী পারাবত এক্সপ্রেস নামে একটি ট্রেনে ঝুলিয়ে রাখা বাইসাইকেলের সঙ্গে ধাক্কা গেলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।