ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে শিশু ধর্ষণচেষ্টাকারীকে গণধোলাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
না’গঞ্জে শিশু ধর্ষণচেষ্টাকারীকে গণধোলাই ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৪ মার্চ) এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতার জাকির হোসেন সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া জোড়াখাম্বা এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ফার্মের মুরগির ব্যবসা করতেন।

জাকির হোসেন ভোলার লালমোহন থানার গজারিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে।

মঙ্গলবার (৩ মার্চ) সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বাংলানিউজকে জানান, শিশুটির মা একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাবাও কাজে থাকায় বাইরে ছিলেন। স্কুল থেকে বাড়ি ফিরে খেলা করছিল শিশুটি। জাকির হোসেন পানি খাওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটি চিৎকারে আশ-পাশে লোকজন এগিয়ে এলে জাকির পালিয়ে যায়। শিশুটির মা-বাবা কাজ শেষে বাড়ি ফিরে ঘটনাটি শুনে এলাকাবাসীকে জানালে জাকিরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।