ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্বর্ণের দোকানে চোর, রক্তাক্ত কিশোর উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
স্বর্ণের দোকানে চোর, রক্তাক্ত কিশোর উদ্ধার আহত কিশোর মো. মাসুদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর সবুজবাগ নন্দীপাড়া এলাকায় স্বর্ণের দোকানসহ দু’টি দোকানে টিনের চালা কেটে চোর প্রবেশ করেছে। এসময় চোরের ধারালো অস্ত্রের আঘাতে দোকানে থাকা এক কিশোর আহত হয়েছে।

বুধবার (০৪ মার্চ) বেলা ১২টায় আহত কিশোর মো. মাসুদকে (১৬) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাসুদ ফেনী ছাগলনাইয়া বাজারের বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে।

বর্তমানে সবুজবাগ নন্দীপাড়া বাজার এলাকায় তার খালু মো. মিলনের কাছে থাকতো।

মিলন জানান, তিন থেকে চার মাস মাসুদ তার কাছেই থাকে। নন্দীপাড়া গার্মেন্টস গলিতে মা জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান আছে। মাসুদ এ দোকানেই রাতে থাকতো।

তিনি জানান, প্রতিদিনের মতো মাসুদ রাতে দোকানেই ঘুমিয়ে ছিল। সকালে গিয়ে তিনি দেখেন, মাসুদ দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং দোকানের উপরে টিনের চাল কাটা। মাসুদের মাথায় ও কানে বেশ কিছু ছুরির আঘাত রয়েছে। ধারণা করছেন, দোকানে চালা কেটে চোর প্রবেশ করেছিল এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতেই মাসুদ আহত হয়েছে।

এদিকে মা জুয়েলার্সের পাশে স্টেশনারি দোকান অংকুর লাইব্রেরীতেও একই ঘটনা ঘটেছে। দোকানের মালিক শামীম দোকানে ঢুকে দেখতে পান, রাতে চোরেরা চালা কেটে দোকানে প্রবেশ করেছিল।  

উভয় দোকানের মালিক জানান, দোকানে টাকা পয়সা কিছু না থাকায় বড় কোনো ধরনের চুরি হয়নি। তবে জিনিসপত্র সব এলোমেলো ছিলো।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, চুরির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এজেডএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।