ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবিতে সহপাঠীদের মানববন্ধন মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা।

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে দু’দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন করা হয়।  

এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড এলাকায় এসে জড়ো হয়।

 

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জামিল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাষ চন্দ্র রায়, রহমতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মিজানুর রহমান, রহমতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. জালাল আহম্মেদ, রহমতপুর ইউপি জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সালেক খলিফা প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলছাত্রীকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণের পর ভিকটিমের মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। পরে ধর্ষণের মূলহোতা গ্রেফতার পশ্চিম রহমতপুর এলাকার অভিজিৎ মূখার্জীর চাচা সুবল মূখার্জী মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। অবিলম্বে হুমকিদাতাদের গ্রেফতার ও ধর্ষণের মূলহোতা অভিজিতের ফাঁসির দাবি জানান বক্তারা।

গত ১ মার্চ (শনিবার) সকালে স্কুলে যাওয়ার পথে অভিজিৎ ষষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রীকে অপহরণ করে দু’দিন আটকে রেখে ধর্ষণ করেন।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।