ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় নারীসহ তিনজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
চুয়াডাঙ্গায় হত্যা মামলায় নারীসহ তিনজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষক বাবুর আলী হত্যা মামলায় নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের পূর্বপাড়ার আমছার আলীর ছেলে ইখতিয়ার আলি (২৭) একই এলাকার রাজীব আলীর স্ত্রী মাহিমা খাতুন (২৩) ও পাঁচকমলাপুর মাঝেরপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ এপ্রিল সন্ধ্যায় কৃষক বাবুর আলী গ্রামের একটি চায়ের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন।

এ সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে গড়চাপড়া গ্রামের একটি মাঠের কুঁড়ে ঘরে নিয়ে কুপিয়ে হত্যা করে। এদিকে, বাবুর বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরদিন সকালে ওই কুঁড়ে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই তার স্ত্রী মমতাজ খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পরের বছরের ১০ এপ্রিল পাঁচজনকে আসামি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আলমডাঙ্গা থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

এরপর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নিরীক্ষা শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অপর দুইজন আসামি কামাল হোসেন ও রশিদুল হককে মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।