কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের পূর্বপাড়ার আমছার আলীর ছেলে ইখতিয়ার আলি (২৭) একই এলাকার রাজীব আলীর স্ত্রী মাহিমা খাতুন (২৩) ও পাঁচকমলাপুর মাঝেরপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ এপ্রিল সন্ধ্যায় কৃষক বাবুর আলী গ্রামের একটি চায়ের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন।
মামলার তদন্ত শেষে পরের বছরের ১০ এপ্রিল পাঁচজনকে আসামি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আলমডাঙ্গা থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
এরপর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নিরীক্ষা শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অপর দুইজন আসামি কামাল হোসেন ও রশিদুল হককে মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এসএইচ