ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৪টি অবৈধ ইটভাটা ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
গাজীপুরে ৪টি অবৈধ ইটভাটা ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত গাজীপুরে ৪টি অবৈধ ইটভাটা ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ) দুপুর থেকে এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

এসময় পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার, গাজীপুর র‍্যাব-১ এর উপ-সহকারী পরিচালক মো. রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে। এসময় কালিয়াকৈর উপজেলার দরবাড়ীয়া এলাকায় অবস্থিত সেভেন স্টার ব্রিকস, রায়মা ম্যানুফ্যাকচারিং ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ও স্ট্রং ব্রিকস ইটভাটাগুলোর কিলন ভেকুমেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া ওইসব ইটভাটার কয়েক লাখ কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়েছে। এ সময় তিনটি ইটভাটা মালিককে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে। পর্যায়ক্রমে অন্য অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।