বুধবার (০৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের দক্ষিণ চরকচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সেতারা বেগম ওই গ্রামের সাখায়েত উল্যার স্ত্রী।
স্থানীয়রা জানায়, মানসিক সমস্যায় ভুগছিলেন গৃহবধূ সেতারা বেগম। শ্বশুর ও পরিবারের পক্ষ থেকে তাকে একাধিকবার চিকিৎসা করা হয়। এরআগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিবারের লোকজনের কারণে তিনি বেঁচে যান।
বুধবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে খড়ের আগুনের মধ্যে ঝাঁপ দেয় সেতারা। পরে দগ্ধ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এনটি