সাভার (ঢাকা): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশে বর্তমানে ৩ লাখ ২৮ হাজার ভূমিহীন ও দুই লাখ ২৬ হাজার গৃহহীন মানুষ। তাদের সবাইকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার জন্য দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৪ মার্চ) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের গৃহহীনদের জন্য নির্মাণ করে দেওয়া হবে গৃহ আর ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া হবে ভূমি ও ঘর।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।