ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পিকনিকের বাসে ইয়াবা, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
পিকনিকের বাসে ইয়াবা, আটক ৪ পিকনিকের বাসে ইয়াবা।

ঢাকা: ঢাকা-রাজশাহী রুটে চলাচলরত রিয়াদ/শিশির পরিবহনের গাজীপুর এলাকার লাইনম্যান রায়হান সরকার। এ সুবাদে মাঝে-মধ্যেই পিকনিকের উদ্দেশে গাড়ি রিজার্ভ করে কক্সবাজারে পাঠান তিনি। পিকনিক থেকে ফেরার পথে সেসব বাসে করেই কক্সবাজারে মাদক ব্যবসায়ীদের যোগসাজসে নিয়ে আসেন বড় ধরনের ইয়াবার চালান।

মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাতে রাজধানীর কলেজগেট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রিয়াদ/শিশির পরিবহনের ওই বাসটি কক্সবাজারে পিকনিকের ট্রিপ শেষে গাজীপুরের চন্দ্রায় যাচ্ছিলো।

পরে বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৭৬) জব্দ করে র‌্যাব।

আটক চারজন হলেন- বাবলু শেখ (৩৫), মোস্তাক (১৬), বাদল হাসান ওরফে রনি (২২) ও জামাল (৩৫)।

র‌্যাব জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে পিকনিকের উদ্দেশে কক্সবাজার যাওয়া একটি বাস ইয়াবার চালান নিয়ে ফিরবে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কলেজগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করে র‌্যাব-২ এর একটি দল। মঙ্গলবার দিনগত রাত ১২ টার দিকে রিয়াদ-শিশির পরিবহনের একটি বাসে ‘বার্ষিক ভ্রমণ ২০২০, স্থান- কক্সবাজার ও সেন্টমার্টিন’ লেখা ব্যানার দেখে চেকপোস্টে থামানো হয়।

এ সময় বাসে মাদক আছে কি-না জানতে চাইলে চালক জানান, তাকে লং ট্রিপের জন্য ভাড়া করা হয়েছে। বাসের হেলপার সুপারভাইজারসহ চারজন গাড়িতে আছেন যারা পিকনিকের বিষয়টি দেখাশোনা করেছেন। পরে বাসের ভেতরে ওই চার ব্যক্তিকে তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরে বাসের লাইট বক্সের ভেতর থেকে আরও ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, রিয়াদ/শিশির পরিবহনের লাইনম্যান রায়হান মাঝে-মধ্যেই বনভোজনের উদ্দেশে গাড়ি রিজার্ভ করে কক্সবাজার পাঠাতেন। কক্সবাজারে রায়হানের পরিচিত মাদক ব্যবসায়ী জামাল ও মূল ডিলারের মাধ্যমে বনভোজনের বাসে ইয়াবার চালান নিয়ে আসতেন। এরপর রায়হানের নির্দেশে সেসব ইয়াবা ঢাকা, গাজীপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হতো।

আটক জামালের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

পলাতক রায়হানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব-২ এর কোম্পানির কমান্ডার এসপি মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।