ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শ্রাবণী রাণী (১৪) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
 

বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সন্ধ্যা আশ্রমপাড়া গ্রামের ভবেশ চন্দ্রের মেয়ে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী শ্রাবণী রানীকে দুর্বৃত্তরা তার নিজ বাসায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।