বুধবার (৪ মার্চ) এম এ খালেককে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হয়। কিন্তু তিনি উপস্থিত হননি।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত চিঠিতে খালেকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তিনি সপরিবারে দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বারিধারায় এম এ খালেকের বাসভবনের ঠিকানায় নোটিশ পাঠিয়ে ৪ মার্চ তাকে দুদকে হাজির হতে বলা হয়।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
ডিএন/এএ