বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলে প্রতিষ্ঠানটি।
এতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জেলা ও দায়রা জজ ক্ষমতাসীন দলের জেলা সভাপতি ও তার স্ত্রীর জামিন নামঞ্জুর করেছিলেন।
তিনি বলেন, এই জামিন মঞ্জুরের ঘটনা অভূতপূর্ব। যা দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং জবাবদিহিতামূলক গণতন্ত্রের পথ রুদ্ধ করতে ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, আদালতের ওপর নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাবের ব্যাপক বিস্তার, প্রভাবশালীদের হাতে আইনের শাসনের জিম্মি ও বিচারহীনতার সংস্কৃতি স্বার্থান্বেষী মহলকে আরও ক্ষমতায়িত করবে।
'আমরা সরকারের রাজনৈতিক নেতৃত্বের প্রতি এ ধরনের আত্মঘাতী পথ পরিহার করে বিচার বিভাগকে বাস্তবেই স্বাধীন করার উপযোগী কার্যকর পথ অনুসরণের জন্য আহ্বান জানাই। '
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরকেআর/টিএ