ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ‘শিলার’ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ‘শিলার’ 

বেনাপোল (যশোর): বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিলা কাভার্ডভ্যান চাপায় মারা গেছে। 

বুধবার ( ৪ মার্চ) রাত সাড়ে ৯টার সময় আমড়াখালি বিজিবি চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটেছে।

বিজিবির ৪৯ ব্যাটেলিয়ন-এর আমড়াখালী চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, ‘শিলা’র ডিউটি শেষে বেনাপোল ক্যাম্পে নেওয়ার উদ্দেশে পিকাপ ভ্যানে তোলার সময়  নিচে নেমে রাস্তার দিকে দৌড় দেয়।

এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান ডগ শিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়।  

তিনি জানান, বিভিন্ন যানবাহনে গোপন করে রাখা অস্ত্র, মাদক উদ্ধারের জন্য এ কুকুর বেনাপোল বিজিবি ক্যাম্পে রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।