কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি বলেন, আমরা গোপন সূত্রে জানতে পারি- ওই জামায়াত নেতার বাড়িতে নাশকতার বৈঠক চলছিল।
বড় ধরনের কোনো নাশকতার ঘটনা ঘটাতেই আটকরা একত্র হয়েছিলেন বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে পুলিশে জানায়, অভিযানের সময় ওই বাড়ি থেকে জিহাদী বই, জামায়াত ইসলামীর বই, কালেকশন লিস্ট, ব্যক্তিগত রিপোর্ট বই, ওয়ার্ড পরিকল্পনা বই, সিডি, মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
আটক ২৬ নারীসহ জামায়াত নেতা মাহবুবুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএ/